
| বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | 15 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রুপ বীমা চুক্তির এটিএন নিউজের কর্মকর্তা সোয়েব হোসেনের মৃত্যুদাবির ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেনের নিকট চেকটি হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, সিএফও (চলতি দায়িত্ব) মাহবুবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এটিএন নিউজের হেড অব ফাইন্যান্স খন্দকার হোসেন আলী সহ মৃত সোয়েব হোসেনের পরিবারবর্গ ও সন্ধানী লাইফের কর্মকর্তাগণ।
Posted ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Arthobiz | zaman zaman