
| রবিবার, ০৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান আবারও চার বছরের জন্য নিয়োগ পাচ্ছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগ সংক্রান্ত ফাইলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব স্বাক্ষর করেছেন। খুব শিগগির তাঁর পুনর্নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
আগামী ১৬ মে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের চলতি মেয়াদের দায়িত্ব শেষ হবে। তিনি ২০২০ সালের ১৭ মে এই পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তিনি আগামী ১৭ মে থেকে চেয়ারম্যান পদে চার বছরের জন্য আবার দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বয়স আগামী ১৬ মে ৫৬ বছর চার মাস ১৫ দিন হবে। তার বয়স ৬৫ বছর পূর্ণ হতে চার বছরের বেশি সময় আছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদে চার বছরের জন্য পুনরায় নিয়োগের যোগ্য। বিএসইসির আইন অনুযায়ী, আগামী ১৭ মে থেকে পরবর্তী চার বছরের জন্য আরও একটি মেয়াদে বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাকে চুক্তিভিত্তিক পুনরায় নিয়োগ দেওয়া যেতে পারে। তার পুনরায় নিয়োগের শর্ত ও বেতন-ভাতাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman