
| রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 157 বার পঠিত
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট প্রোগ্রাম-২০২৩ ১৭ এপ্রিল রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। অনুষ্ঠানে কোম্পানির সিইও এস এম জিয়াউল হক, এফএলএমআই সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মো. নুরুল আকতার, পরিচালক মোহা. নূর আলী, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় কোম্পানির ব্যাংকাস্যুরেন্স চ্যানেলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত ২০২৩ সালের ৫৪ জন সফল বীমাকর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির ভবিষ্যত উন্নতি কামনা করে বক্তব্য রাখেন এবং সেবার মান বজায় রেখে উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। কোম্পানির সিইও এস এম জিয়াউল হক, এফএলএমআই সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ৭:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman