
| মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 42 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক : কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের “শাখা ব্যবস্থাপক সম্মেলন ও বার্ষিক বনভোজন ২০২৪ গত ৩ ফেব্রুয়ারি গাজীপুর সোহাগ পল্লী রিসোর্ট এ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কোম্পানির ২০২৩ সালের ব্যবসায়ীক কার্যক্রম পর্যালোচনা, কোম্পানির উন্নয়ন এবং ২০২৪ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়াও বিগত বছরের সফল শাখা ও সফল উন্নয়ন কর্মকর্তাদেরকে পুরষ্কৃত করা হয়। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক সম্মেলনে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান কে.এম. আলমগীর, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পরিচালক আনোয়ার হোসাইন, নিরপেক্ষ পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: আব্দুল হালিম, প্রাক্তন নিরপেক্ষ পরিচালক এম এ হাফিজ। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman