
| মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 213 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক : ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে আরও একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে। ডিবিএল গ্রুপ এই বীমা কোম্পানিটি গঠনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত কোম্পানির উদ্যোক্তা শেয়ার ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশ শেয়ার ব্যবসায়ি প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের।
উদ্যোক্তা পরিচালকরা হলেন, যথাক্রমে মো. আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল কাদের, মিসেস পারভিন ওয়াহেদ, মিসেস তানজিন খুরশিদ। প্রস্তাবিত কোম্পানির চেয়ারম্যান আব্দুল জব্বার।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডআরএ) কাছে গত ১৮ ডিসেম্বর ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে বীমা কোম্পানিটির গঠনের অনাপত্তির আবেদন করা হয়েছে। আবেদন পত্রে বলা হয়, দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠিকে সঞ্চয়মুখী ও স্বাবলম্বী করে দেশের উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় ভূমিকা রাখতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আমরা ডিবিএল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গঠন করার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশে ডিবিএল একটি বৈচিত্রময় ব্যবসায়িক প্রতিষ্ঠান। গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে, পোশাক, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং,গামের্ন্টস, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মসিউটিকেলস, ড্রেজিং, খুচরা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন পরিসেবা।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman