বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল ব্যাংক আপাতত একিভূত হচ্ছে না

  |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

ন্যাশনাল ব্যাংক আপাতত একিভূত হচ্ছে না

অর্থবিজ প্রতিবেদক :
ন্যাশনাল ব্যাংকের সদ্য নিয়োগপপ্রপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনেবলেছেন, ব্যাংকটি এখনই একীভূত হবে না, ব্যাংকে আর কোনো লুটপাটও হবে না। এক বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। শেয়ারহোল্ডারদের মাধ্যমে এক হাজার কোটি টাকা বিনিয়োগ সংগ্রহ করা হবে ।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে সোমবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকটি সম্পর্কে কোন নেতিবাচক খবর না লেখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান চেয়ারম্যান খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, ‘আমরা ব্যাংক একীভূত করতে রাজি নই। বাংলাদেশ ব্যাংককেও এ কথা জানিয়ে দিয়েছি। কেন্দ্রীয় ব্যাংক শর্তসাপেক্ষে তাতে রাজি হয়েছে। শর্ত হচ্ছে এক বছরের মধ্যে ব্যাংককে দুর্বল অবস্থা থেকে ভালো করতে হবে।
ব্যাংকটিতে নতুন করে চারজন প্রতিনিধি পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁদের পরিচয় নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানে সাংবাদিকেরা জানতে চান কে কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পর্ষদে এসেছেন। কিন্তু কেউই এই প্রশ্নের জবাব দেননি। দেশের অন্যতম পুরনো এই ব্যাংকটি ২০২২ সালে ৩ হাজার ২৮৫ কোটি টাকা লোকসান করে। ২০২৩ সালে এই লোকসানের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪৯৭ কোটি টাকায়। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৮ কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২৯ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191