
| বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ মে) এ চুক্তি স্বাক্ষর করা হয়।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শেহাব উল্লাহ আল-মনজুর ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মো. আহসান-উজ জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি ইন্স্যুরেন্সের উপদেষ্টা মো. রেজাউল করিম, হেড অব এডমিন এন্ড এইচআর মেজর (অব.) সাদাত মুসা, সিএফও অমর কৃষ্ণ শীল, এএমডি এন্ড হেড অব ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্ট মো. মামুনুল হাসান, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক, ইভিপি এন্ড হেড অব ব্যাংকাস্যুরেন্স ডিপার্টমেন্ট মো. মঞ্জুর হোসেন এবং বিমান ভবন ব্রাঞ্চ ইনচার্জ মো. আজিজুল হাকিম।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন এন্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (পিআরডি) মো. রাশেদুল আনোয়ার এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসাইন।
Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
Arthobiz | zaman zaman