শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ বীমায় অতিরিক্ত ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দিয়েছে আইডিআরএ

  |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নন-লাইফ বীমায় অতিরিক্ত ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দিয়েছে আইডিআরএ

 

অর্থবিজ প্রতিবেদক :
নন-লাইফ বীমা খাতের ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখতে কোম্পানিগুলোর প্রতি নির্দেশ দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো. জয়নুল বারী। আইডিআরএ’র কার্যালয়ে বুধবার (১৫ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বীমা কোম্পানির পরিচালকগন উপস্থিত ছিলেন।
বৈঠকে আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সভাপতিত্ব করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন ও বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ (পাভেল) বিভিন্ন জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও পরিচালকগন বৈঠকে উপস্থিত ছিলেন ।
বৈঠকে নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা ২০১৮ মোতাবেক ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখার বিষয়ে আলোচনা হয়। নন-লাইফ বীমা খাতের বেশ কিছু কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার অতিরিক্ত উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেন।
বৈঠকে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সব কিছুর খরচ দিন দিন বাড়ছে, এ কারণে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় সীমার মধ্যে রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। এরপরও কোম্পানিগুলোর খরচ নির্ধারিত সীমার মধ্যে রাখার জন্য তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে এই ব্যয় আরো কমিয়ে আনা হবে বলে কর্তৃপক্ষকে তারা আশ^স্থ করেন। ।
বৈঠকে বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইসি কমিটির সদস্য ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, বিআইএ’র ইসি সদস্য ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মাহিন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম, রিপাবলিক ইন্স্য্যুরন্সের চেয়ারম্যান হানিফ চৌধুরী, সিটি জেনরেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেন আক্তার এবং পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও নন-লাইফ বীমা খাতের অন্যান্য কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালকসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191