বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনআরবি লাইফের বোর্ড সভায় মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব প্রদান : মোঃ শাহ্ জামাল হাওলাদারকে সিইও নিয়োগ দেয়ার পূর্ববর্তী সভার সিদ্ধন্তের প্রতি সর্বসম্মতি জ্ঞাপন

  |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   389 বার পঠিত

এনআরবি লাইফের বোর্ড সভায় মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব প্রদান : মোঃ শাহ্ জামাল হাওলাদারকে সিইও নিয়োগ দেয়ার পূর্ববর্তী সভার সিদ্ধন্তের প্রতি সর্বসম্মতি জ্ঞাপন

অর্থবিজ প্রতিবেদক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন কোম্পানির কনসালটেন্ট মো. মিজানুর রহমান। মিজানুর রহমান বিলুপ্ত বীমা অধিদপ্তরের সর্বশেষ ডেপুটি কন্ট্রোলার ছিলেন। বীমা অধিদপ্তর বিলুপ্ত হবার পর তিনি শিপিং কর্পোরেশনে যোগ দেন। গত ১ জানুয়ারি তিনি এনআরবি লাইফে কনসালটেন্ট হিসেবে যোগদান করেন।
২৯মে, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১৭তম পরিচালনা পর্ষদ সভায় মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও পদে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। এর আগে অনুষ্ঠিত কোম্পানির ১৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় তিন বছরের জন্যে প্রতিষ্ঠানের সিইও হিসেবে মোঃ শাহ্ জামাল হাওলাদারকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকে এনআরবি লাইফ পরিচালনা পর্ষদ তার নিয়োগ প্রস্তাব অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কাছে আবেদন করে। আইডিআরএ সূত্রে জানা গেছে, তার ব্যাপারে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনআরবি লাইফ পরিচালনা পর্ষদের নিয়োগ অনুমোদনের আবেদনটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
এনআরবি লাইফ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোঃ শাহ জামাল হাওলাদারের পূর্ববর্তী তিন বছরের নিয়োগের মেয়াদ ৮ মে শেষ হয়েছে। এর আগেই তাকে পুনরায় তিন বছরের জন্য নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয় বোর্ড সভায়। এই নিয়োগ প্রস্তাব অনুমোদন চেয়ে বোর্ডের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে তার পূর্ববর্তী নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় কোম্পানি পরিচালনায় যাতে কোন আইনের ব্যত্যয় না ঘটে, সে কারনে কোম্পানির কনসালটেন্ট মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব দেয়া হয়েছে। তবে আইডিআরএ মো: শাহ্ জামাল হাওলাদারের নিয়োগ অনুমোদন করলে তিনিই হবেন কোম্পানির সিইও এবং তিনি দায়িত্ব গ্রহনের পর স্বাভাবিক ভাবে ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব থেকে মিজানুনর রহমান অব্যাহতি পাবেন এবং তিনি তার স্বপদে ফিরে যাবেন।
অর্থবিজ’র ই-মেইলে পাঠানো কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বছরের জন্যে প্রতিষ্ঠানের সিইও হিসেবে মোঃ শাহ্ জামাল হাওলাদারকে পুনরায় নিয়োগ প্রদানের ক্ষেত্রে কোম্পানির ১৬ তম বোর্ড সভায় নেয়া সিদ্ধান্তের প্রতি ২৯ মে অনুষ্ঠিত ১৭তম বোর্ড সভায় সর্বসম্মতি প্রকাশ করা হয়। এনআরবি ইসলামিক লাইফের চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়া সভায় (ভাচুর্য়ালি) সভাপতিত্ব করেন। উক্ত বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব এম. মাহফুজুর রহমান, পরিচালক জনাব আফতাব আহমেদ, পরিচালক জনাব মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী, পরিচালক জনাব এ.কে.এম মোস্তাফিজুর রহমান, পরিচালক জনাব বি এম ইউসুফ আলী, পরিচালক জনাব আরিফ সিকদার, পরিচালক জনাব মোঃ জামাল উদ্দিন, পরিচালক জনাব শহীদ-ই-শিরিন শারমিন, (ভাচুর্য়াল), পরিচালক জনাব ফৌজিয়া ইয়াছমিন (ভাচুর্য়াল), পরিচালক জনাব মোস্তফা হেলাল কবির, পরিচালক জনাব মোঃ নুরুল আজিম রিফাত (ভাচুর্য়াল)। এছাড়াও পর্ষদের নির্দেশে কোম্পানির কনসালটেন্ট জনাব মোঃ মিজানুর রহমান ও সাচিবিক সহায়তার জন্য কোম্পানির সচিব সৈয়দ আব্দুল আজিজও উপস্থিত ছিলেন।
জানা যায়, চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়া বোর্ড সভায় মোঃ শাহ জামাল হাওলাদারের নিয়োগ আইডিআরএ’তে অনুমোদনের ক্ষেত্রে সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে এ বিষয়ে আপনারা একমত আছেন কিনা জানতে চাইলে, হাত তুলে সকলে সম্মতি জ্ঞাপন করেন।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191