
| মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | প্রিন্ট | 171 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পদত্যাগকৃত কর্মকর্তা ভিপি (সংস্থাপন) জামাল উদ্দিনের সাথে কোম্পানির কোন যোগাযোগ অথবা লেনদেন না করার জন্য অত্র কোম্পানির সকল স্তরের কর্মকর্তা কর্মচারি এবং বীমা গ্রাহকদের প্রতি নিদের্শনা জারি করা হয়েছে। আজ ১১ জুন কোম্পানির প্রশাসক ড. শেখ মহ: রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়।
জানা গেছে, জামাল উদ্দিন জামাল ৯ জুন পদত্যাগ করেন। শর্তসাপেক্ষে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। শর্তসমূহ হলো, দাপ্তরিক কাজে কোন অনিয়ম হলে তার দায়ভার তাকে নিতে হবে। কোম্পানির কোন প্রয়োজনে তাকে ডাকা হলে স্বশরীরে তাকে কোম্পানিতে উপস্থিত হতে হবে। কোম্পানির সকল গাড়ি অনতিবিলম্বে তাকে বুঝিয়ে দিতে হবে।
অফিস আদেশের অনুলিপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কোম্পানির চেয়ারম্যানকে দেয়া হয়েছে।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
Arthobiz | zaman zaman