বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা খাত দুষ্ট চক্র মুক্ত করতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন

  |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   327 বার পঠিত

বীমা খাত দুষ্ট চক্র মুক্ত করতে                               সম্মিলিত প্রয়াস প্রয়োজন

দেশের বীমা খাত নানা সমস্যায় জর্জরিত। বীমা খাতের প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। সরকার এই খাতের উন্নয়নে আন্তরিক। এ জন্য সময়োপযোগি বীমা আইন-২০১০ প্রণয়ন করা হয়েছে। তবে বীমা খাতের কাঙ্খিত অগ্রগতি হচ্ছে না। তাহলে কেন এই খাতের অগ্রগতি হচ্ছে না, এ প্রশ্ন বার বার সামনে উঠে আসছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই খাতে একটি দুষ্ট চক্র গড়ে উঠেছে। যারা এই খাতটি নিয়ন্ত্রন করতে চায়। সময় এসেছে এই দুষ্ট চক্রটিকে দমন করার। তবে এ কাজ নিয়ন্ত্রক সংস্থা ইড্রার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য খাত সংশ্লিষ্টদেরও আন্তরিকতার পরিচয় দিতে হবে। দুষ্ট চক্রটির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বীমা আইন মেনে ব্যবসা করার মানসিকতা থাকতে হবে। দেশ ও জনগনের কথা বিবেচনা করতে হবে। শুধু ব্যবসায়িক চিন্তা করা পরিহার করতে হবে। সবকিছুর আগে বীমা কোম্পানিগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নিয়ন্ত্রক সংস্থা ইড্রায় জনবল স্বল্পতা রয়েছে। দেশে ৮৩ বীমা কোম্পানি রয়েছে। এতাগুলো বীমা কোম্পানি দেখভাল করার জন্য প্রয়োজনীয় জনবল এখনো তৈরি হয়নি সংস্থাটিতে। যদিও বিলুপ্ত বীমা অধিদপ্তরের চেয়ে বর্তমান নিয়ন্ত্রক সংস্থায় জনবল অনেক বেড়েছে। তবে কাজের পরিমানও অনেক বেড়েছে। এ কারনে প্রয়োজনের তুলনায় জনবল এখনো ঘাটতি রয়েছে। এ অবস্থায়ও আশার কথা হচ্ছে, বর্তমান কর্তৃপক্ষ বিগত দিনের কর্তৃপক্ষের চেয়ে কিছুটা বেশি সক্রিয়তার পরিচয় দিয়েছে। ইতোমধ্যে এই কর্তৃপক্ষ দৃশ্যমান কিছু পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির দায়ে অভিযুক্ত চেয়ারম্যান পরিচালক এবং বীমা নির্বাহীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অভিযুক্তরা আইনের আওতায় এসেছে।
সাম্প্রতিক সময়ে ফারইস্ট ইসলামী লাইফ, সোনালী লাইফ, স্বদেশ ্ইসলামী লাইফে ইড্রার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এ সকল বীমা কোম্পানিতে অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান নিয়ন্ত্রক সংস্থার ভাবমূর্তি বৃদ্ধি করেছে। কিন্তু এ সব কোম্পানির বিশেষ করে ফারইস্ট ইসলামী লাইফের হাজার হাজার বীমা গ্রাহক তাদের বীমা দাবী পচ্ছেন না। বীমা গ্রাহকের বীমা দাবি পরিশোধ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সময় মতো বীমা দাবী পরিশোধ নিশ্চিত না হওয়া পযর্ন্ত বীমা সেক্টরে জনগনের আস্থা প্রতিষ্ঠিতহবে না।
নিকট ভবিষ্যতে নিয়ন্ত্রক সং¯া’কে আরও একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন হতে হচ্ছে। একটি বেসরকারি জীবন বীমা কোম্পানির অতি চতুর একজন সিইও আদালতের একটি নির্দেশনার অজুহাত দেখিয়ে দেড় দশকের অধিক সময় দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পূর্বানুমোদনে বীমা কর্তৃপক্ষের দেয়া শর্তসমূহ মেনে না চলে তিনি বীমা আইন লংঘন করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। অথচ কর্তৃপক্ষ কেন এ সব অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নেয়নি বা নিচ্ছে না, এ প্রশ্নও এখন জোরালো ভাবে সামনে চলে আসছে। কর্তৃপক্ষের বিগত ম্যানেজমেন্ট বীমা আইন কার্যকর করার ক্ষেত্রে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, বর্তমান ম্যানেজমেন্টও সেই একি কাজটি করছে কিনা, এ জিজ্ঞাসা খাত সংশ্লিষ্টদের। এই নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বীমা আইন লংঘন করার গুরুতর প্রমান রয়েছে। এ সবের পরও বীমা নিয়ন্ত্রক সংস্থা কোন কার্যকর ব্যবস্থা নেয়নি, এ নিয়েও প্রশ্ন উঠেছে। বীমা কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের সততা, দক্ষতা ও দায়িত্ববোধ সম্পর্কে কারো মনে কোন সন্দেহ নেই। তবে তার দায়িত্ব পালনের প্রায় দুই বছর অতিবাহিত হতে চলেছে, এ সময়ের মধ্যে এতো বড় অনিয়মের বিষয়টা কেন তার দৃষ্টিতে আসেনি, এ নিয়ে প্রশ্ন উঠেছে খাত সংশ্লিষ্টদের মধ্যে। বিগত দিনে কি হয়েছে, সেটি বিবেচ্য বিষয় নয়, বর্তমানে এবং আগামীতে কি ঘটতে যাচ্ছে, সেটিই বিবেচ্য বিষয় হওয়া উচিৎ। বীমা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং বীমা কর্তৃপক্ষের দেয়া শর্ত ভঙ্গ করে, অর্থাৎ বীমা অইন লংঘন করে কি ভাবে আলোচিত সেই সিইও দীঘ ১৫ বছর এমডির দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা খতিয়ে দেখতে তার একটি সুষ্ট তদন্ত হওয়া উচিৎ এবং অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন নিয়ন্ত্রক সংস্থা ইড্রার বর্তমান চেয়ারম্যান, এমনটি প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191