
| বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 202 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মো. সাজিদ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল ১০ জুলাই কোম্পানির চীফ অপারেটিং অফিসার (সিওও) মো. জাহাঙ্গীর আলম মোল্লা স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ তথ্য জানা গেছে।
সার্কুলারে বলা হয়, সাজিদ হোসেন দীঘদিন কাজে অনুপস্থিত ছিলেন। একাধিক নোটিশ দেয়া সত্ত্বেও তার অনুপস্থিত থাকার কারন অফিসকে অবহিত করা হয়নি, যা চাকরি বিধি এবং অফিস শৃঙ্খলা পরিপন্তী। এ মতাবস্থায় তাকে কোম্পানির উক্ত পদে চাকরি থেকে বরখাস্ত কারা হয়েছে। এ সার্কুলার জারির পর তার সাথে কোম্পানির কোন বিষয়ে যোগাযোগ না করতে এবং আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman