বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইআইডিএফসির খেলাপি ঋণ ৬১১ কোটি টাকা এমডি গোলাম সরওয়ার ভূঁইয়ার পুনর্নিয়োগ অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক

  |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   322 বার পঠিত

আইআইডিএফসির খেলাপি ঋণ ৬১১ কোটি টাকা  এমডি গোলাম সরওয়ার ভূঁইয়ার পুনর্নিয়োগ  অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক

অর্থবিজ প্রতিবেদক :
আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) খেলাপি ঋণ ছিল ৬১১ কোটি টাকা। কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম সারওয়ার ভূঁইয়ার বিরুদ্ধে ঋণ বিতরণ এবং পুনঃতফসিলীকরনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এমতাব্যস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে পুনর্নিয়োগ দিয়ে অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে। বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ প্রস্তাব অনুমোদন না করে তার বিষয়ে আরও তথ্য চেয়ে চিঠি দিয়েছে কোম্পানিটির চেয়ারম্যানকে। আগামী ৩১ মার্চ তার বর্তমান নিয়োগের মেয়াদ শেষ হবে। ২০১৮ সালের ১ এপ্রিল তিনি এই কোম্পানির এমডি পদে যোগ দেন। গত বছরের সেপ্টেম্বর মাস পযর্ন্ত আইআইডিএফসির খেলাপি ঋণের পরিমান ছিল ৬১১ কোটি টাকা, যা কোম্পানির বিতরনকৃত মোট ঋণের ৫৯ শতাংশ।
জানা গেছে, গোলাম সারওয়ার ভূঁইয়ার পুনর্নিয়োগ প্রস্তাব অনুমোদন চেয়ে করা আবেদনের সাথে দেয়া তথ্য উপাত্তে ঘাটতি থাকায় কেন্দ্রীয় ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত না নিয়ে কোম্পানির কাছে তার ব্যাপারে আরও তথ্য চেয়েছে। এ বিষয়ে আইআইডিএফসির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমানকে দেয়া চিঠিতে গোলাম সরওয়ার ভুইঁয়ার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। চিঠিতে গোলাম সারওয়ার ভূঁইয়ার সময়ে ঋণ বিতরণে কোন অনিয়ম হয়েছে কিনা এবং বিতরণকৃত ঋণ আদায় পরিস্থিতি ও সুদ মওকুফ করা হলে তাতে কোন আমানতকারীর স্বার্থ ক্ষুন্ন হয়েছে কি না তাও জানাতে চাওয়া হয়েছে।
। চিঠিতে আরও বলা হয়, গোলাম সারওয়ার ভূঁইয়া এমডি হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণ নিয়ম মেনে দেওয়া হয়েছে কি না এবং এসব ঋণ নিয়মিত আদায় হচ্ছে কি না, তা যাচাই করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি তার দায়িত্ব পালনকালে কী পরিমাণ সুদ মওকুফ করা হয়েছে, এসব সুদ মওকুফে কোনো অনিয়ম হয়েছে কি না, প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থ ক্ষুণœু হয়েছে কি না এবং কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে কি না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, আইআইডিএফসির এমডি গোলাম সারওয়ার ভূঁইয়ার বর্তমান নিয়োগের মেয়াদ শেষ হবে ৩১ মার্চ। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ দ্বিতীয় মেয়াদে তাকে এমডি পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড সভায়। নিয়োগ প্রস্তাব অনুমোদনের জন্য আবেদন করা হয় কেন্দ্রীয় ব্যাংকে।
গোলাম সারওয়ার ভূঁইয়ার পুনর্নিয়োগ আটকে দেওয়ার বিষয়ে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠি পাপ্তির কথা স্বীকার করে বলেন তার নিয়োগ প্রস্তাব অনুমোদন হয়নি। কেন্দ্রীয় ব্যাংক তার বিষয়ে আরও কিছু তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে। এখন আপনারা কি করতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিব। এর আগে কিছু বলতে পারছি না।
জানা গেছে, গোলাম সরওয়ার ভুইয়া ২০১৮ সালে ইয়াকিন পলিমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ কোটি টাকা ঋণ দিয়ে বিতর্কের সৃষ্টি করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ নিয়মনীতির কোন তোয়াক্কা করা হয়নি। ঋণ পাবার মতো শর্ত পূরণ না হলেও বিশেষ কারনে এই ঋণ দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠান এই ঋণ আদায়ে ব্যর্থ হয়েছে।
আইআইডিএফসির ব্যাবস্থাপনা পরিচালক গোলাম সরোয়ার ভূইয়া এ প্রতিবেদককে বলেন ঋণ বিতরনে কোন অনিয়ম হয়নি। প্রস্তাবটির সকল প্রক্রিয়া সম্পন্ন করে ঋণ বিতরণ কমিটিতে পাঠানো হয়। তিনি আরও বলেন বকেয়া ঋণ আদায়ে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। ইউসিবিএল এই ঋণ আদায়ের দায়িত্ব নিয়েছেন। ফলে এখন এই ঋণ আদায়ে আর কোন সমস্যা হবে না।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191