বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বদেশ ইসলামী লাইফে চরম অনিয়ম : ৫ হাজার টাকা বেতনের খন্ডকালিন আইনজীবী জামাল উদ্দিনের বেতন দুই বছরে বেড়ে ১০৭০০০ টাকা

  |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   606 বার পঠিত

স্বদেশ ইসলামী লাইফে চরম অনিয়ম : ৫ হাজার টাকা বেতনের খন্ডকালিন আইনজীবী জামাল উদ্দিনের বেতন  দুই বছরে বেড়ে ১০৭০০০ টাকা

অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফের অপসারিত চেয়ারম্যান মাকসুদুর রহমান এবং তার সময়ের শীর্ষ ম্যানেজমেন্টের সীমাহীন অনিয়ম দুনীর্তি এবং প্রশাসনিক ব্যর্থতার আরও একটি নজিরবিহীন ঘটনার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার অন্যতম সুবিধাভোগি সদ্য অপসারিত সংস্থাপন ইনচার্জ,কোম্পানি সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন। যিনি নানা অনিয়মে অভিযুক্ত এবং আইডিআরএ কর্তৃক অপসারিত সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহিনের একান্ত অনুগত বলে বিবেচিত।
কোম্পানির আলোচিত এই কর্মকর্তা পেশায় একজন আইনজীবী। তিনি ঢাকা জজকোর্টে প্রাকটিস করেন। তার রয়েছে বারের সনদ। তিনি বারের সনদ বহাল রেখেই বীমা কোম্পানির মুখ্য নির্বাহী বনে যান। তিনি জজ কোর্টে প্রাকটিস করার পাশাপাশি ২০২২ সালের ১২ ডিসেম্বর স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির খন্ডকালিন আইনজীবী হিসেবে যোগদেন। কোম্পানির এ পদে যোগ দিয়েই তিনি আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। কোম্পানিতে যোগ দেয়ার মাত্র দুই বছরের ব্যবধানে ৫ হাজার টাকা বেতনের খন্ডকালিন আইনজীবী থেকে হয়ে যান ১ লক্ষ ৭ হাজার টাকা বেতন ও অন্যান্য সুবিধা ভোগি ভারপ্রাপ্ত এমডি। তবে তিনি এ পদে বেশিদিন থাকতে পারেন নি।
জামাল উদ্দিনের নিয়োগ ও পদন্নোতি প্রক্রিয়ায় তাকে দেয়া সংশ্লিষ্ট চিঠিপত্রের অনুলিপি যাচাই বাছাই করে চাঞ্চল্যকর তথ্য পাওযা গেছে। এতে দেখা গেছে, মোহাম্মদ জামাল উদ্দিন পেশায় একজন আইনজীবী। তিনি ২০২১ সালের ১২ ডিসেম্বর সর্বসাকুল্যে ৫ হাজার টাকা বেতনে কোম্পানির খন্ডকালিন আইনজীবী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। কোম্পানিতে তার কর্মজীবনের মাত্র ২২ দিনের ব্যবধানে অর্থাৎ ২০২২ সালের ৫ জানুয়ারি তাকে ম্যানেজার পদে পদন্নোতি দিয়ে ৩০ হাজার টাকা বেতন পুননির্ধারন করা হয়। এই পদন্নোতির মাত্র ৮ মাস পর একই বছরে ১ আগস্টে তাকে পুনরায় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদে পদন্নোতি দিয়ে বেতন আরও ১০ হাজার টাকা বৃদ্ধি করে সর্বসাকুল্যে ৪০ হাজার টাকা করা হয়। এ সময়ে তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি তাকে কোম্পানি সেক্রেটারির দায়িত্বও দেয়া হয়। ২০২২ সালের ২৭ ডিসেম্বর তার আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি তার বেতন আরও ১০ হাজার টাকা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা পুননির্ধারন করা হয়।
২০২৩ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির ৪৫তম বোর্ড সভায় তাকে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা করে বেতন আবার বৃদ্ধি করে ১ লক্ষ ৭ হাজার টাকা পুননির্ধারন করা হয়। তবে কিছুদিন যেতে না যেতেই তাকে অব্যাহতি দেয়া হয়।
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ব্যাপক অনিয়মের ঘটনায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানির ব্যবসায়িক নিবন্ধন ৯০ দিনের জন্য স্থগিত করেছে। এর আগে সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমানের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সকল পরিচালককে অপসারন করে। কোম্পানির পেইডআপ ক্যাপিটালের প্রায় ১৪ কোটি টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাতের ঘটনায় আইডিআরএ কেন কোম্পানির পরিচালনা বোর্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে কারন দশানো নোটিশ দেয়। কোম্পানির বোর্ডের পক্ষ থেকে এ নোটিশের কোন জবাব না দেয়ায় এবং আত্মসাৎকৃত টাকা কোম্পানির ব্যাংক হিসাবে জমা না দেয়ায় কর্তৃপক্ষ নিবন্ধন স্থগিত করে। কোম্পানিটির সকল প্রকার ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যক্রম এখন বন্ধ রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191