
| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) অব্যাহতি দেয়া হয়েছে। নিয়োগ পাবার মাত্র সাড়ে ৫ মাসের মাথায় আজ তিনি চাকরি হারালেন। ২০২৪ সালের ২৮ আগস্ট এ কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে তাকে নিয়োগ দেয়া হয়েছিল। তবে তার এই অব্যাহতি দেয়া নিয়ে ধুম্যজাল সৃষ্টি হয়েছে। বোর্ডের পরিচালকদের অনেকেই এ বিষয়ে কিছু জানেন না বলে জানা গেছে।
যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান তার অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন। পত্রে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির ৫৪তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্তক্রমে আপনাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়, সেই সাথে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। কিন্তু কোম্পানির বৃহত্তর স্বার্থে অদ্য ১৪ জানুয়ারি -২০২৫ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ (চলতি দায়িত্ব) হতে আপনাকে অব্যহতি দেয়া হলো। তবে বোর্ড সভায় এ বিষয়ে কোন প্রকার আলোচনা বা সম্মতি নেয়া হয়নিবলে জানা গেছে। যমুনা লাইফের চেয়ারম্যানের স্বাক্ষর করা ওই চিঠির অনুলিপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির একটি সূত্রে জানা গেছে, যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান কোন একটি মহলের চাপে পড়ে এই অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন। তিনি স্বেচ্ছায় সাক্ষর করেন নাই। মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি দেয়ার ক্ষেত্রে বোর্ডের কোন সম্মতিও নেয়া হয়নি। ড. বিশ্বজিৎ কুমার মন্ডল এর আগে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন।
এ বিষয়ে জানতে কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান এবং এমডি ড. বিশ্বজিত কুমার মন্ডলের মোবাইলে একধিকবার ফোন দেয়া হলেও তারা ফোনটি রিসিভ না করায় তাদের বক্তব্য ও প্রতিক্রিয়া জানা যায়নি।
Posted ৭:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman