
| সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩৯তম “বার্ষিক সম্মেলন-২০২৫” ২৫শে জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সী সভাপতিত্ব করেন। কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । খবর বিজ্ঞপ্তি।
সম্মেলনে কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সকলকে বীমা বিধি তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরন পূর্ব্বক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান। তিনি ২০২৪ সালে কোম্পানীর বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় এবং ২০২৩ সালের তুলনায় প্রিমিয়াম আয় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন। কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম.ফজলুল করিম মুন্সী ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদেরকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহ্বান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে যোগদানকারি শাখা প্রধানদের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
Posted ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman