বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দেয়ায় আলফা ইসলামী লাইফের ৭ লাখ টাকা জরিমানা

  |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দেয়ায় আলফা ইসলামী লাইফের ৭ লাখ টাকা জরিমানা

অর্থবিজ প্রতিবেদক:
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা দাবি পরিশোধে অনিয়মের ঘটনায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ৭ লাখ টাকা জরিমানা করেছে । বীমা আইন ২০১০ এর ১৩০ ও ১৩১ ধারা অনুসারে এসব জরিমানা করা হয়। জরিমানার অর্থ আগামী দশ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে। খবর নির্ভরযোগ্য সূত্রের।
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ একইসঙ্গে বীমা কোম্পানিটিকে অন্য দু’টি অনিয়মের বিষয়ে সতর্ক করে দিয়েছে । আজ সোমবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৪ জানুয়ারি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে আইডিআরএ’র একটি তদন্ত দল। এ সময় কোম্পানিটির বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাই করে কর্তৃপক্ষের পরিদর্শন দল।
আইডিআরএ’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানিটির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬টি। যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ৫৬ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা। তবে বীমা কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ ২৭ লাখ ২৯ হাজার ৪১৬ টাকা। এক্ষেত্রে মৃত্যুদাবি রেজিস্টারের সাথে বার্ষিক প্রতিবেদনে উল্লিখিত টাকার মধ্যে ২৮ লাখ ৯৪ হাজার ৪শ’ টাকার গরমিল পরিলক্ষিত হয়।
ফলে আলফা ইসলামী লাইফের দাখিলকৃত বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে বীমা আইন ২০১০ এর ধারা ১৩১ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
অপরদিকে ২০২১ সালের ইস্যুকৃত ১০৬টি পলিসি ও ২০২২ সালের ইস্যুকৃত ৬ পলিসির ক্ষেত্রে পলিসি গ্রহণের ২ বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পন দাবি বা প্রত্যর্পণ মূল্য বাবদ মোট ৩ কোটি ২৯ লাখ ৫ হাজার ৬৭২ টাকা পরিশোধ করেছে আলফা ইসলামী লাইফ।
কিন্তু বীমা আইন ২০১০ এর ধারা ৮৮ ও ৮৯ ধারা মোতাবেক লাইফ বীমা পলিসিসমূহ অন্যুন ২ বছর পর্যন্ত বলবৎ থাকলে উহার প্রত্যর্পন মূল্য অর্জন করবে। এক্ষেত্রে কোম্পানিটি বীমা আইন, ২০১০ এর ধারা ৮৮ এর নির্দেশ পরিপালনে বার্থ হওয়ায় কর্তৃপক্ষ উক্ত আইনের ১৩০ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আরোপ করেছে।

চিঠিতে আরো বলা হয়েছে, আলফা ইসলামী লাইফের ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের তামাদি পলিসির হার যথাক্রমে ১৪%, ৮৫%, ৭৭% এবং ৬০%; যা অত্যাধিক তামাদি পলিসি বলে গণ্য হয়। অত্যাধিক তামাদি পলিসি বীমা শিল্পের জন্য ক্ষতিকর বিধায় কোম্পানিটিকে ভবিষ্যতে ইস্যুকৃত পলিসি তামাদির হার কমিয়ে আনার জন্য সতর্ক করা হয়েছে।
এ ছাড়াও বীমাকারীর রেজিস্টার (পলিসি ও দাবি) সংরক্ষণ প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধি ৩ অনুসারে লাইফ বীমা পলিসি (মৃত্যুদাবি, সমর্পন দাবি, পরিশোধিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি) সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করার বিধান থাকলেও আলফা ইসলামী লাইফ যথাযথ নিয়মে রেজিস্টার সংরক্ষণ করছে না। এই অবস্থায় রেজিস্টার যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে কোম্পানিটিকে। ভবিষ্যতে এইরূপ ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হয়েছে আলফা ইসলামী লাইফকে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191