শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইএ’র নির্বাচনে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন : প্রত্যাশা বিআইএ’র প্রেসিডেন্টের

  |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   51 বার পঠিত

বিআইএ’র নির্বাচনে ভোটাররা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন : প্রত্যাশা বিআইএ’র প্রেসিডেন্টের

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচন ২২ ফেব্রুয়ারি। এই নির্বাচনে ২০ জন সদস্যের মধ্যে লাইফ থেকে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ নির্বাচিত হয়েছেন। নন-লাইফ থেকে ভোটের মাধ্যমে বাকি ১০ জন নির্বাচিত হবেন। এ পদের জন্য ১৯ জন প্রার্থী রয়েছেন। ভোটের মাত্র দু’দিন আগে ১০ জনের একটি প্যানেল ঘোষনা করা হয়েছে। বাকি ৯ জন প্যানেল ঘোষণা না করলেও তাদেরও একটি অঘোষিত প্যানেল হয়ে গেছে। ফলে নির্বাচনে এখন দুটি প্যানেল দৃশ্যমান। বীমা খাতের প্যানেল ঘোষণা করে দু’টি গ্রুপে বিভক্ত হয়েছে নন লাইফ খাত। বীমা পাড়ায় এটি ছিল আজকের আলোচনার বিষয়।
বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) মিডিয়ার সাথে আলাপকালে এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিআইএ’র ভোটারগণ সচেতন, শিক্ষিত ও স্মার্ট। ভোটাররা প্যানেলের ভিতর এবং বাইরে থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে বিআইএ’র নতুন নেতৃত্ব গঠন করবে, এমনটাই আমার প্রত্যাশা।
তিনি বলেন, প্রথম থেকেই প্রার্থীদের কোন প্যানেল না করার অনুরোধ জানিয়েছিলাম আমি। বিআইএ’র এই নির্বাচনে ভোটার মাত্র ৭৬ জন। লাইফে নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে না। নন-লাইফে ১৯ জন প্রার্থীর মধ্য হতে যোগ্য ও পছন্দের ১০ জন প্রার্থীকে ভোটাররা নির্বাচিত করবেন। প্যানেল করাতে এখন দু’টি গ্রুপ হলো। একটি গ্রুপ হলো ঘোষিত প্যানেলের ১০ জন প্রার্থী। আরেকটি গ্রুপ হলো প্যানেলের বাইরের ৯ জন প্রার্থী। বিআইএ’র নির্বাচনে নন-লাইফ বীমা খাতের প্যানেল ঘোষণা সংক্রান্ত খবরের প্রতিক্রিয়ায় তিনি আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিডিয়ার কাছে এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, নন-লাইফে ১০ জন প্রার্থীর একটি প্যানেল হয়েছে। পরে এই বিষয়ে প্যানেলের বাইরে থাকা অনেক প্রার্থী ফোনে ক্ষোভ প্রকাশ করেছেন। নাসির উদ্দিন আহমেদ বলেন, এক্ষেত্রে ভোটারদের সমর্থন ও সহানুভূতি প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, ঘোষিত প্যানেলে কিছু যোগ্য প্রার্থী রয়েছে। আবার প্যানেলের বাইরেও কিছু যোগ্য প্রার্থী রয়েছেন। ভোটাররা বিবেচনা করেই ভোট দিবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191