শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহন

  |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত

বিআইএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহন

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটি আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহন করেছেন। রাজধানীর নয়া পল্টনে বিআইএ’র কনফারেস রুমে এ উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিআইএ’র বিদায়ী কমিটির প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। একইসাথে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইএ’র নতুন কমিটির ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু এবং নির্বাহী কমিটির সদস্য ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুৗরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।পরদিন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের নির্বাচন।
বিআইএ’র নন-লাইফ বীমার অন্য নির্বাহী সদস্যরা হলেন- বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।
লাইফ বীমার নির্বাহী অন্য সদস্যরা হলেন- বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191