শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ’র চেয়ারম্যানের সাথে বিআইএফ’র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

আইডিআরএ’র চেয়ারম্যানের সাথে বিআইএফ’র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সাথে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিআরএ’র কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে মুখ্য নির্বাহীদের চাকরির নিশ্চয়তার বিষয়টি উঠে আসে আলোচনায়। সভায় বীমা খাতের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চার সদস্য মো. আপেল মাহমুদ (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), মো. ফজলুল হক (প্রশাসন) এবং মিজ তানজিনা ইসমাইল (আইন) উপস্থিত ছিলেন।
বিআইএফ’র ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী মুন্সী মো. মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী গিয়াস উদ্দিন এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক সভায় অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191