শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনবিআর চেয়ারম্যানের সাথে বিআইএ’র নেতৃবৃন্দের বৈঠক : বীমা খাতের উন্নয়নে বাজেটে কর কমানোর প্রস্তাব

  |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   43 বার পঠিত

এনবিআর চেয়ারম্যানের সাথে বিআইএ’র নেতৃবৃন্দের বৈঠক :  বীমা খাতের উন্নয়নে বাজেটে কর কমানোর প্রস্তাব

অর্থবিজ প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ)নেতৃবৃন্দ। বৈঠকে লাইফ ও নন-লাইফ বীমা খাতের উন্নয়নে উন্নয়নে আসন্ন বাজেটে কর্পোরেট কর কমানোসহ ১৫ দফা প্রস্তাব পেশ করেছে। বৈঠকে বিআইএ’র প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
বৈঠকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, অগ্রণী ইন্স্যুরেন্সের পরিচালক মো. আলমগীর হোসেন, সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান, ড. এ কে এম সরোয়ার জাহান জামিল ও ফারজানা চৌধুরী উপস্থিত ছিলেন।
নন-লাইফ বীমা খাতের উন্নয়নে যেসব প্রস্তাব করা হয় তার মধ্যে রয়েছে- পুনর্বীমা কমিশনের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, বৈদেশিক পুনর্বীমা প্রিমিয়ামের ওপর আরোপিত ভ্যাট ও উৎসে কর প্রত্যাহার, স্বাস্থ্য বীমার ওপর আরোপিত কর প্রত্যাহার, করপোরেট কর হার হ্রাসসহ কৃষি বীমা, গবাদিপশু বীমা, বিভিন্ন ধরনের শস্য বীমা, উদ্ভাবনী বীমা, নতুন সামাজিক বীমা পণ্যেসহ অনলাইন ভিত্তিক বীমা প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর ও করপোরেট কর রহিত করার প্রস্তাব করা হয়।এ ছাড়াও কর নির্ধারণ পদ্ধতিতে সংস্কার এবং নন-লাইফ বীমার অন্তর্ভুক্ত সকল শ্রেণীর বীমা সেবার বিপরীতে পুনর্বীমাকারীক সকল প্রিমিয়ামের উপর মুসক চার্জ অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়।
অপরদিকে লাইফ বীমা খাতের উন্নয়নে যেসব প্রস্তাব করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো- লাইফ বীমা পলিসির ডিপোজিট হোন্ডারদের জমাকৃত প্রিমিয়ামের অতিরিক্ত টাকার ওপর আরোপিত কর প্রত্যাহার, লাইফ ও নন-লাইফ বীমার করপোরেট কর হার হ্রাস, পুনর্বীমা কমিশনের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, স্বাস্থ্য বীমায় ওপর থেকে কর প্রত্যাহার, বীমা এজন্টদের কমিশন আয়ের ওপর থেকে উৎসে কর প্রত্যাহার, নবায়ন প্রিমিয়ামের ওপর অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয় হারের সমন্বয়ন এবং উৎসে ভ্যাট কমানোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191