
| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 18 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ প্রতিষ্ঠার অধ্যাদেশ জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এমন সিদ্ধান্ত রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে বলে শঙ্কা করছে সংস্থাটি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে টিআইবি।
সংস্থাটি জানায়, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি ও রাজস্ব সংগ্রহের লক্ষ্যে নীতি ও ব্যবস্থাপনাকে পৃথক করার যৌক্তিকতা থাকলেও, এই অধ্যাদেশের মাধ্যমে ব্যবস্থাপনার ন্যূনতম স্বাধীনতাও হারানোর শঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে হঠাৎ করে অধ্যাদেশ জারি করায় নানা প্রশ্নের জন্ম হয়েছে। রাজস্ব ব্যবস্থার প্রকৃত সংস্কার নিশ্চিত করতে এই অধ্যাদেশ অবিলম্বে সংশোধনের দাবি জানায় টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “পরামর্শক কমিটির সুপারিশ পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির পেছনে উদ্দেশ্য কী? কাদের স্বার্থে এমন সিদ্ধান্ত? “রাজস্ব ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আদৌ স্বচ্ছ কি না, সে প্রশ্ন ওঠা অমূলক নয়।” ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, “রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে স্বতন্ত্র ও আইনি সুরক্ষাসম্পন্ন প্রতিষ্ঠান প্রয়োজন, যা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত থাকবে। কিন্তু নতুন সিদ্ধান্তে তা উপেক্ষিত হয়েছে। বরং অর্থ মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন বিভাগে পরিণত হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই পরিবর্তনের ফলে দুর্নীতি ও স্বার্থের সংঘাতসহ অনিয়মের সুযোগ থেকে যাচ্ছে। পাশাপাশি চলমান আন্তঃক্যাডার টেনশনও এতে আরও বাড়বে।
Posted ৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
Arthobiz | zaman zaman