বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের শতভাগ শেয়ার বিক্রি

  |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   145 বার পঠিত

কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস  লিমিটেডের শতভাগ শেয়ার বিক্রি

অর্থবিজ প্রতিবেদক : বাংলাদেশের মালিকানাধিন কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবি) বিক্রি হয়ে গেল। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৩০ কোটি টাকায় এটি বিক্রি হয়েছে। কাম্পানিটির শতভাগ শেয়ার কিনে নিয়েছে তুর্কিয়ে কোম্পানি কোকাকোলা আইসেক (সিসিআই)। শীঘ্রই কোকাকোলা বাংলাদেশের মালিকানার দায়িত্বভার গ্রহণ করবে সিসিআই।
সিসিআই জানায়, ১৩ কোটি ডলারের বিনিময়ে সিসিআই কোকাকোলা বাংলাদেশ বেভারেজেসের শতভাগ শেয়ার অধিগ্রহণ করবে। বহুজাতিক এই তুর্কিয়ে কোম্পানিটি নিজস্ব ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে।
সিসিআই তার সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সিসিআইএইচবিভি ও কোকাকোলা কোম্পানির একটি সাবসিডিয়ারির সঙ্গে এই চুক্তি করেছে, যার প্রধান শেয়ারহোল্ডার হবে সিসিআইএইচবিভি। সিসিআইএইচবিভি হলো সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি।
সিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি এক বিবৃতিতে বলেছেন, সিসিবিবি অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে পেরে তারা আনন্দিত। বিবৃতির তথ্যানুযায়ী, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস দেশে কোক ব্র্যান্ডের পানীয় উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে। এই কোম্পানি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দেয়। তাদের তিন শতাধিক কর্মচারী রয়েছে। এ ছাড়া একটি বোতলজাত প্ল্যান্ট, তিনটি গুদামসহ প্রায় তিন লাখ বিক্রয়কেন্দ্র রয়েছে কোম্পানির। তাদের ডিস্ট্রিবিউটরের সংখ্যা ৫০০।
বাংলাদেশে কোমল পানীয়ের বাজারের আকার চার হাজার কোটি থেকে ছয় হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের দুই বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকোর পাশাপাশি প্রাণ, আকিজ, পারটেক্স ও মেঘনার মতো বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান এই চাহিদা পূরণ করে।

সিসিআই কোকাকোলা ব্র্যান্ডের পণ্য উৎপাদন, বিতরণ ও বাজারজাত করে থাকে। ১১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। দেশগুলো হলো তুর্কিয়ে, পাকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইরাক, আজারবাইজান, জর্ডান এবং সিরিয়া।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191