
| শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 37 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
চিনির দাম নিয়ে ভেলকিবাজি। চিনির দাম কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধির কয়েক ঘন্টা পর আবার এই দাম স্থগিত করা হয়েছে। রমজান মাস সামনে রেখে সরকার যে মুহূর্তে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে, ঠিক সে সময়ে আকস্মিক ভাবে চিনির দাম বৃদ্ধি করে সরকারকে জনগনের তোপের মুখে ফেলার অপচেষ্টা করা হয়। চিনির দাম কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধির খবর মৃহূর্তে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এতে জনগন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে। সরকার বিষয়টি অনুধাবন করতে পেরে দ্রুত দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা কওে সরকার চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছে। কিন্তু কেন দাম বৃদ্ধি করা হল এবং আবার স্থগিত করা হল, এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এতে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দাম বৃদ্ধি করা হয় এবং রাতেই স্থগিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। বিএসএফআইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুননির্ধারণ করেছে।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman