
| শুক্রবার, ১০ মে ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
ডলারের দাম বাড়ল এক লাফে ৭ টাকা। এতে ডলারের বর্তমান বাজার মূল্য দাড়াল ১১৭ টাকা। আগে এই দর ছিল ১১০ টাকা। তবে খোলা বাজারে আরও বেশি দামে ডলার বেচা কেনা হচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জার ও খোলাবাজারে বৃহস্পতিবার ডলার বিক্রি হয়েছে ১২২ থেকে ১২৩ টাকা করে। কেউ ১২৫ টাকায়ও ডলার কিনেছেন বলে। দুই দিন আগেও খোলাবাজারে ডলারের দাম ১১৮ টাকা থেকে ১১৮টাকা ৫০ পয়সায় উঠা নামা করেছে। ব্যাংকিং লেনদেনে ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করে দেওয়ার পর খোলাবাজারে ডলারের দাম ৫ থেকে ৭ টাকা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক ৯ মে বৃহস্পতিবার ডলারের বিনিময় হার ১১৭ টাকা নির্ধারন কওে দেয়।। আগে ডলারের সরকারি দাম ছিল ১১০ টাকা।এ ঘটনার পর খোলাবাজারে ডলারের দামে প্রভাব পড়তে শুরু করে। নগদ ডলারের দর একবারে ৫-৭ টাকা বেড়ে ১২৩-১২৫ টাকায় ওঠে। খোলাবাজারের নগদ ডলার বেচাকেনা করেন যে ব্যবসায়ীরা, তারা জানিযেছেন, এখন একান্ত প্রয়োজন না হলে কেউ ডলার কিনছেন না। ডলার কত টাকায় স্থির হবে, এটা বোঝার জন্য অঅরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
মতিঝিলের নাম প্রকাশে অনিচ্ছুক একটি মানি চেঞ্জারের মালিক বলেন, ১১৮ টাকার ডলার এক দিনেই ১২৩ টাকায় উঠে গেল। কেউ কেউ পারলে ১২৫ টাকাতেও বিক্রি করছে। এটা কোথায় গিয়ে ঠেকবে, এখনই বলা যাচ্ছে না। ব্যাংকগুলো ১১৮ টাকার মধ্যে ডলার বিক্রি করছে। তবে ব্যাংকগুলো পরিচিত মুখ ছাড়া অন্যদের ডলার দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ব্যাংকগুলোর কাছে ৫ কোটি ১০ লাখ ডলার মজুত রয়েছে। ডালারের ব্যাংক লেনদেনে দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যেও দাম আরও বাড়ার আশংকা করছেন ব্যবসায়ি ও সাধারণ মানুষ। এতে জনমনে উদ্বেগ উৎকন্ঠা আরও বাড়ছে।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০২৪
Arthobiz | zaman zaman