শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডলারের দাম আরও একদফা বাড়ল : বাড়বে নিত্য পণ্যের দাম

  |   শুক্রবার, ১০ মে ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ডলারের দাম আরও একদফা বাড়ল : বাড়বে নিত্য পণ্যের দাম

অর্থবিজ প্রতিবেদক :
ডলারের দাম বাড়ল এক লাফে ৭ টাকা। এতে ডলারের বর্তমান বাজার মূল্য দাড়াল ১১৭ টাকা। আগে এই দর ছিল ১১০ টাকা। তবে খোলা বাজারে আরও বেশি দামে ডলার বেচা কেনা হচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জার ও খোলাবাজারে বৃহস্পতিবার ডলার বিক্রি হয়েছে ১২২ থেকে ১২৩ টাকা করে। কেউ ১২৫ টাকায়ও ডলার কিনেছেন বলে। দুই দিন আগেও খোলাবাজারে ডলারের দাম ১১৮ টাকা থেকে ১১৮টাকা ৫০ পয়সায় উঠা নামা করেছে। ব্যাংকিং লেনদেনে ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করে দেওয়ার পর খোলাবাজারে ডলারের দাম ৫ থেকে ৭ টাকা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক ৯ মে বৃহস্পতিবার ডলারের বিনিময় হার ১১৭ টাকা নির্ধারন কওে দেয়।। আগে ডলারের সরকারি দাম ছিল ১১০ টাকা।এ ঘটনার পর খোলাবাজারে ডলারের দামে প্রভাব পড়তে শুরু করে। নগদ ডলারের দর একবারে ৫-৭ টাকা বেড়ে ১২৩-১২৫ টাকায় ওঠে। খোলাবাজারের নগদ ডলার বেচাকেনা করেন যে ব্যবসায়ীরা, তারা জানিযেছেন, এখন একান্ত প্রয়োজন না হলে কেউ ডলার কিনছেন না। ডলার কত টাকায় স্থির হবে, এটা বোঝার জন্য অঅরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
মতিঝিলের নাম প্রকাশে অনিচ্ছুক একটি মানি চেঞ্জারের মালিক বলেন, ১১৮ টাকার ডলার এক দিনেই ১২৩ টাকায় উঠে গেল। কেউ কেউ পারলে ১২৫ টাকাতেও বিক্রি করছে। এটা কোথায় গিয়ে ঠেকবে, এখনই বলা যাচ্ছে না। ব্যাংকগুলো ১১৮ টাকার মধ্যে ডলার বিক্রি করছে। তবে ব্যাংকগুলো পরিচিত মুখ ছাড়া অন্যদের ডলার দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ব্যাংকগুলোর কাছে ৫ কোটি ১০ লাখ ডলার মজুত রয়েছে। ডালারের ব্যাংক লেনদেনে দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যেও দাম আরও বাড়ার আশংকা করছেন ব্যবসায়ি ও সাধারণ মানুষ। এতে জনমনে উদ্বেগ উৎকন্ঠা আরও বাড়ছে।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191