
| সোমবার, ২৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির প্রধান কার্যালয়ে রোববার ২৮ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ৫২ পয়সা আয় হয়েছিল। এ হিসাবে উল্লেখিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ০৭ পয়সা করে। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ০৪ পয়সা।
উল্লেখ্য, গত বছরের পর থেকে কোম্পানিটির ব্যবসায়িক মন্দা যাচ্ছে। এ অবস্থায়ও কোম্পানির কোন কোন পরিচালকের আপত্তির মুখে বর্তমান সিইওকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। তার প্রতি কোম্পানির অনেক কর্মকর্তাই নাখোশ। তার অতি খবরদারিতে কোম্পানির ব্যবায়ে ধস নামছে।
Posted ৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman