
| বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 252 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিচ্যুত সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. হেদায়েত হোসেন আকাশ এবং কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. ফিরোজুল ইসলাম লিটনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে কোম্পানির সকল স্তরের বীমা কর্মী কর্মকর্তা গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানানো হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার কোম্পানির প্রশাসক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ আহবান জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, কোম্পানির শৃঙ্খলা বিরোধী এবং গ্রাহকের স্বার্থ পরিপন্তী কর্মকান্ডে জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগে তাদের দু’জনকে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ তারা নিজেদেরকে কোম্পানির চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত পত্রে চাকরিতে পুনর্বহাল দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে বিভ্রান্তি সুষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। উল্লেখ্য, কোম্পানিটির পরিচালনা পর্ষদ দীর্ঘদিন সাস্পেন্ড রয়েছে। সাস্পেন্ডেড পষর্দের এ ধরনের নিয়োগ দেয়ার কোন আইনগত ভিত্তি নই বলে পত্রে উল্লেখ করা হয়। কোম্পানিটি বর্তমানে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্তৃক নিয়োগকৃত প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে এমতাব্যস্থায় কোম্পানির চাকরিচ্যুত কোন কর্মীকে চাকরিতে পুনর্বহাল করার আইনগত কোন সুযোগ নেই।
ইতোপূবেকার্র বরখাস্তাদেশ পত্রে তাদের দু’জনের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়। বরখাস্তকৃত দুই কর্মকর্তা যথাক্রমে সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. হেদায়েত হোসেন আকাশ এবং কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. ফিরোজুল ইসলাম লিটনের সাথে কোম্পানিটির সংশ্লিষ্ট কোন আর্থিক লেনদেন ও যোগাযোগ না করার জন্য সকল গ্রাহক, উন্নয়ন কর্মী ও কর্মকর্তার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হেদায়েত হোসেন আকাশের বরখাস্তাদেশ (স্মারক নং-স্বলাইকো/প্র;কা;/প্রশাসন/২৪৩/২৪ইং) পত্রে মিথ্যা তথ্য দিয়ে বীমা পলিসি বিক্রি করে কোম্পানিকে আর্থিক ঝুকির মধ্যে ঠেলে দেয়া, কোম্পানির গাড়ি (ঢাকা মেট্টো-গ-৪৫-৪৬৯২) সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকা এবং কোম্পানির স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
মো. ফিরোজুল ইসলাম লিটনের বরখাস্তাদেশ (স্মারক নং-স্বলাইকো/প্র;কা;/প্রশাসন/২৪৭/২৪ইং) পত্রে ভৈরব সার্ভিসিং সেলের নামে ইস্যুকৃত পি.আর নিয়ে শাহজাদপুর সার্ভিসিং সেলে গ্রাহকের নবায়ন (প্রিমিয়াম) পি.আর কেটে টাকা কোম্পানির একাউন্টে জমা না করে হস্তমজুদ করা, কোম্পানির স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকা এবং অফিস আদেশ যথাযথ ভাবে পরিপালন না করার অভিযোগ আনা হয়। এ সব অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। সুতরাং চাকরিচ্যুত এই দুই কর্মকর্তার সাথে কোম্পানির কোন আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে পত্রে।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman