
| রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক সদস্য (প্রশাসন) মইনুল ইসলামকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে । একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক গ্রেড-১ কর্মকর্তা মো. জাফর ইকবাল এনডিসিকে কোম্পানির অন্তর্বর্তীকালীন বোর্ডের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করবেন। তবে এই বোর্ড গঠনের ক্ষেত্রে সোনালী লাইফের দায়ের করা সকল রিট মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে নিয়োগকৃত অডিট ফার্মকে অডিট করতে দিতে হবে। এসব শর্ত পরিপালনের বিষয়ে অন্তর্বর্তীকালীন বোর্ডকে একটি অঙ্গীকারনামা দিতে হবে এবং এই অঙ্গীকারনামা বোর্ড গঠনের ৭ দিনের মধ্যে আইডিআরএ’র কাছে দাখিল করতে হবে।
অন্তর্বর্তীকালীন বোর্ডে কারা থাকতে পারবেন বা সাসপেন্ডেড পরিচালনা পর্ষদের কোন সদস্য থাকতে পারবেন কিনা সে বিষয়ে পত্রে কোন কিছু উল্লেখ করা হয়নি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অন্তবর্তীকালীন বোর্ড গঠনের নির্দেশনা দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থাসহ বীমা কোম্পানিটিকে পাঠানো হয়। পর্যবেক্ষক নিয়োগসহ ৪টি নির্দেশনা দেয়া হয় ওই চিঠিতে।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman