বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাসাতো কান্ডা এডিবি’র নতুন প্রেসিডেন্ট

  |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   66 বার পঠিত

মাসাতো কান্ডা এডিবি’র নতুন প্রেসিডেন্ট

অর্থবিজ ডেস্ক :
এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) বোর্ড অব গভর্নরস সর্বসম্মতিক্রমে মাসাতো কান্ডাকে এডিবি’র ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। ৫৯ বছর বয়সী কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

এডিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন। মেয়াদ শেষ হওয়ার আগে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া’র দায়িত্ব ছেড়ে দেওয়ার পর, কান্ডা তার স্থলাভিষিক্ত হবেন। কান্দা ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসাকাওয়া’র অসমাপ্ত মেয়াদ শেষ করবেন।
এডিবি বোর্ড অব গভর্নরসের চেয়ার ও ব্যাংক অব ইতালির গভর্নর ফ্যাবিও প্যানেটা জানান, কান্ডা আন্তর্জাতিক অর্থায়নের বিস্তৃত অভিজ্ঞতা ও বহুপাক্ষিক নেতৃত্বের মাধ্যমে এডিবিকে কঠিন বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভালোভাবে কাজ করবেন। এডিবি’র বোর্ড অব গভর্নরস কান্ডা’র সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।
আন্তর্জাতিক বিষয়ক অর্থমন্ত্রীর সহ-সভাপতি পদসহ কান্ডা জাপানের অর্থ মন্ত্রণালয়ে প্রায় ৪ দশক ধরে বিভিন্ন শীর্ষ দায়িত্বে ছিলেন। আর্থিক খাতের নীতি ও সামষ্টিক-অর্থনীতিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আর্থিক পরিষেবা সংস্থায় ডেপুটি কমিশনার, বাজেট ব্যুরোর ডেপুটি ডিরেক্টর-জেনারেল এবং নীতি পরিকল্পনা ও সমন্বয়ের ডেপুটি ভাইস-মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন।
তিনি শিক্ষা ও বিজ্ঞান নীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংস্কারের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। কান্ডা জি৭, জি২০ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে কাজ করছেন।
তিনি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক (এমডিবি) বিবর্তন, মহামারী প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবেলা এবং ঋণের কার্যকারিতা এবং স্বচ্ছতার মতো মূল নীতির চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক বিষয়ক অর্থ উপ-মন্ত্রী হিসেবে তার মেয়াদকালে জাপান এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের ১৩ তম সম্পূূরণে (এডিএফ ১৪) ১ বিলিয়নের বেশি ডলারের রেকর্ড অবদান রাখেন।
২০১৬ সাল থেকে কান্ডা ২০২৩ সালে জি২০/ওইসিডি প্রিন্সিপলস অব কর্পোরেট গভর্নেন্সের পর্যালোচনার তত্ত্বাবধানে ওইসিডি কর্পোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে কর্পোরেট গভর্নেন্সের জি২০/ওইসিডি নীতিগুলির পর্যালোচনার তত্ত্বাবধান করেছেন। এছাড়াও এডিবি’তে কৌশলগত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের যথেষ্ট অভিজ্ঞতা তার রয়েছে। তিনি বিশ্বব্যাংকে জাপানের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কান্ডা ১৯৮৭ সালে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং ১৯৯১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.ফিল ডিগ্রি অর্জন করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191