
| বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 28 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১১০ কোটি মার্কিন ডলার ফেব্রুয়ারি-মার্চ নাগাদ পাওয়া যাবে। ঢাকায় সফররত সংস্থাটির প্রতিনিধি দলের সাথে মঙ্গলবার রাতে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
আইএমএফে’র ১৩ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থানকালে সরকারের শীর্ষ পর্যায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
অর্থ উপদেষ্টা জানান আইএমএফের প্রতিনিধি দলটির সঙ্গে ঋণ প্যাকেজ ৪৭০ কোটি ডলারের মধ্যে চতুর্থ কিস্তির ১১০ কোটি ডলার ছাড় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এটা পেয়ে যাব। আমি আশা করি তারা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য সহায়তা দেবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সংস্কার করতে হলে আমাদের ফান্ড লাগবে। আমাদের অনেক কিছু সংস্কার করতে হচ্ছে, যেমন- ব্যাংকিং খাত, রাজস্ব খাত। এগুলো করতে আমাদের ফান্ড লাগবে।
তিনি আরও জানান, এরপর এডিবি আসবে, ওপেক ফান্ডের টাকা আসবে। সব মিলিয়ে আগামী জুনের মধ্যে ৬০০ কোটি ডলার পাওয়া যাবে।
Posted ৮:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman