
| সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 15 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আজ সোমবার (১০ মার্চ) অভিযান পরিচালনা করছে । এ নিয়ে দ্বিতীয় বার বিএসইসিতে অভিযান পরিচালনা করল দুদক।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন ভবনে আজ সকাল সাড়ে ১১টায় এই অভিযান শুরু হয়। দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।
জানা গেছে, এই টিম প্রথমে বিএসইসির চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করছেন।
এর আগে ৩ মার্চ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএসইসিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দুদক টিম বিএসইসি থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনসংক্রান্ত বিষয়ে কোম্পানির আবেদনের তালিকা, তাদের দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র এবং চূড়ান্ত অনুমোদন তালিকা যাচাই করে।
Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
Arthobiz | zaman zaman