শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালমান এফ রহমানের শেয়ার অবরুদ্ধ

  |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   15 বার পঠিত

সালমান এফ রহমানের শেয়ার অবরুদ্ধ

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা মহানগর দায়রা জজ আদালত আজ সোমবার (১০ মার্চ) সালমান এফ রহমানের শেয়ার অবরুদ্ধ ও তার নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে । একই সঙ্গে তার বিদেশি দুটি ব্যাংক হিসাব ও কোম্পানির জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই আদেশটি দুদকের আবেদন অনুযায়ী গৃহীত হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সুষ্ঠু তদন্তের জন্য এই আবেদন করেন, এবং আদালত সেটি মঞ্জুর করেন। সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া, বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।
অভিযোগের অনুসন্ধানকালে সালমান এফ রহমান, তার পরিবার এবং ঘনিষ্ঠদের নামে ব্যাংক হিসাবসমূহ পাওয়া যায়, যেগুলো স্থানান্তর/হস্তান্তর করার চেষ্টা করা হচ্ছিল। এর ফলস্বরূপ, তদন্তের স্বার্থে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে। এটি একটি প্রক্রিয়ার অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান এবং তার সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছিল, যেখানে মোট ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা ছিল।
গত বছরের ১৩ আগস্ট, সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয় যখন তিনি নৌপথে পালানোর চেষ্টা করছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191