বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামে ইপিজেড ও শিল্পনগর পরিদর্শন

  |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   24 বার পঠিত

বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামে ইপিজেড ও শিল্পনগর পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো অফিস :
বাংলাদেশে সফরকারি বিদেশি বিনিয়োগকারীদের ৫৫ সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) ও মিরসরাই শিল্পনগর পরিদর্শন করেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে আসা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের অর্ধশতাধিক বিনিয়োগকারী চট্টগ্রামের কেইপিজেড ও মিরসরাই স্পেশাল ইকোনমিক জোন (শিল্পনগর) পরিদর্শন করেন। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে তারা চট্টগ্রামের কেইপিজেড ও শিল্পনগর পরিদর্শনে আসেন।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে কেইপিজেডে আসে এই প্রতিনিধিদল। বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান কিয়াক সাং। কেইপিজেড পরিদর্শন শেষে তারা মিরসরাই শিল্পনগরে যান।
কোরিয়ান ইপিজেড পরিদর্শনকালে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে স্পেশাল প্রেজেন্টেশন দেওয়া হয়। বিনিয়োগকারীরা ইয়াং ওয়ানের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। তারা ইপিজেডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এরপর তারা পরিদর্শন করেন মিরসরাই শিল্পনগর। যাতে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
কেইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, কোরিয়ান ইপিজেড বাংলাদেশে বেসরকারি খাতে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল। ইতিমধ্যে এটা সবার জানা হয়ে গেছে। বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসেছেন তাদের কোরিয়ান ইপিজেড দেখাচ্ছে বিডা। সত্যিকারের এক্সপোর্ট প্রসেসিং জোন কি অবস্থায় আছে, সরকার কী কী সুবিধা দিচ্ছে। যাতে নতুন করে বিনিয়োগ করা যায়।
তিনি বলেন যারা ইনভেস্টমেন্ট সামিটে এসেছেন তাদের আমরা হাইটেক কারখানাগুলো দেখিয়েছি। আমাদের বিস্তৃত এলাকা দেখিয়েছি। যেখানে তারা নতুন করে আরও হাইটেক কারখানা করতে পারেন ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ প্রদত্ত সুযোগ-সুবিধা বিদেশিদের সামনে তুলে ধরার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা, কর্মপরিবেশসহ নানা বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়েছে। বিনিয়োগকারীরা ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন।
বিডা জানায়, মূলত যারা শিগগিরই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের এই সুযোগ করে দেয়া হয়। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের সম্মেলনে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম ১৯৯৫ সালে শুরু হয়। এতে ৭ মিলিয়ন বর্গফুটের বেশি আয়তনের ৪৮টি সবুজ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি গবেষণা ও উন্নয়নের জন্য ১০টি ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার এখানে স্থাপন করা হয়েছে। দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে ১০০ একর আয়তনের একটি আইটি পার্কও নির্মাণাধীন রয়েছে। কেইপিজেডের বিভিন্ন কারখানায় ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে ৭৫ শতাংশ নারী কর্মী। ইতোমধ্যে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক বিনিয়োগ আকর্ষণ করেছে এবং উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে- টেক্সটাইল, গার্মেন্টস, গার্মেন্টস এক্সেসরিজ পণ্য, জুতা এবং আইটি পরিষেবা। এ ইপিজেড বাংলাদেশের বৃহৎ পরিবেশবান্ধব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191