
| বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 42 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহন করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
স্বাগত বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীন এফসিএ। অনুষ্ঠানে সেরা প্রতিবেদন নির্বাচন প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য রাখেন আইসিএবি’র রিভিউ কমিটি ফর পাবলিশড একাউন্টস এন্ড রিপোর্টসের (আরসিপিএআর) চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এফসিএ ও কো-চেয়ারম্যান মো. মনিরুজ্জান এফসিএ। আইসিএবির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) বাংলাদেশের পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ২৪তম আইসিএবি ব্রোঞ্জ ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করলো। দেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ দ্বিতীয়বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করে।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman