বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়লো

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   27 বার পঠিত

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়লো

অর্থবিজ প্রতিবেদক :
সয়াবিন তেলের দাম লিটারে ফের ৮ টাকা বাড়ছে। ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে আজ সোমবার (৯ ডিসেম্বর) বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম হবে প্রতি লিটার ১৫৭ টাকা। আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ছিল ১৪৯ টাকা। এই দাম বৃদ্ধির আগে গত কয়েকদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছিল। মুদি দোকানে এই তেল পাওয়া যাচ্ছিল না।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা মজুদদারি করেছে।’তিনি আরও বলেন, ‘অনেকে ধারণা করেছিলেন সামনে দাম বাড়বে, সেই পরিপ্রেক্ষিতে এই মজুদদারি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবধর্মী বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করা হলো।’বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজারে ভোজ্য তেলের সরবরাহের ঘাটতি আছে। নতুন দাম আজকে থেকেই কার্যকর হবে।’এরপরে আর সরবরাহ ঘাটতি থাকবে না বলে মনে করেন তিনি।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে খরচ ৪০ থেকে ৫০ টাকা বাড়বে। তবে অন্যান্য পণ্যে দাম যতটা কমেছে তাতে এই বাড়তি খরচ পরিবারের প্রতি বিশেষ কোনো চাপ সৃষ্টি করবে না।’
ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের প্রতি টনের দাম বর্তমানে ১২০০ ডলার। গত কয়েকদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে একটি বিশেষ ফর্মুলা অনুসরণ করা হয়েছে। এই ফর্মুলার মধ্যে আমদানি পর্যায়ের কর, এল সি ভ্যালু, বটলিং খরচ, প্রক্রিয়াজাত খরচ এগুলো যুক্ত।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191