
| বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 19 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে। তিনি সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১২ মার্চ) ইন্তেকাল (ইন্না …….রাজিউন) করেছেন । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সৈয়দ মঞ্জুর এলাহী একজন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন পরিচালক হিসেবে তার অবদান ছিল অসামান্য। এছাড়া তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
এছাড়া, তিনি দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত থেকে বিনিয়োগ ব্যবস্থাপনায় নানা উন্নয়ন সাধন করেছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
Arthobiz | zaman zaman