
| বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 47 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করায় বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে কারন দশানোর নোটিশ দিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (ইড্রা)।
গত ৬ মার্চ সংস্থার পরিচালক ( নিবন্ধন ও ব্যবস্থাপনা, লাইফ) আহমাদ এহ্সান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কে দেয়া হয়েছে। পত্রের অনুলিপি কোম্পানিটির চেয়ারম্যানকে দেয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, বীমা আইন- ২০১০ এর ৮ (১) ধারা অনুযায়ি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতিত কেউ বীমা ব্যবসা সংক্রান্ত কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং একই আইনের ১১ ধারার বিধান মোতাবেক বীমাকারিকে কোন বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের আগে নিবন্ধন নবায়ন ফি প্রদান পূর্বক আবেদন করতে হবে। কিন্তউ এই কোম্পানিটি ২০২৫ সালের জন্য নিবন্ধন সনদ নবায়নের আবেদন অদ্যাবদি করে নাই।ননিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করা বীমা আইনের সুস্পষ্ট লংঘন যা আইনত : দন্ডনীয়। অথচ বীমা কোম্পানিটি ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করছে। এ জন্য কোম্পানিটির বিরুদ্ধে আইনগত: ব্যবস্থা কেন নেয়া হবে না, তা যথাযথ প্রমানকসহ ব্যখ্যা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। তবে কত কার্যদিবসের মধ্যে এই জবাব দিতে হবে, এ বিষয়ে পত্রে সুনিদিষ্ট করে কিছু বলা নেই।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
Arthobiz | zaman zaman