
| বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 20 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার। কাওরান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে ১৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির ৩৩৩তম বোর্ড সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবেচনা করে শেয়ারহোল্ডারদের জন্য উক্ত লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন পরিচালক খলিলুর রহমান, এম.এ. আউয়াল, সাইদুর রহমান, নাসির লতিফ, এম.এ. মালেক, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল। এছাড়াও স্বতন্ত্র পরিচালক হাছিনাতুন নাহার, মো. জামালউদ্দিন, মাহবুব আনাম।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর (এসিআইআই), সিএফও অমর কৃষ্ণ শীল (এফসিএ), সহ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী (এফসিএস) ।
Posted ৬:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Arthobiz | zaman zaman