
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে । অপর অভিযুক্তরা হলেন, রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক শাওন আহমেদ ও তার মা তাহেরা আক্তার এবং হাজারীবাগের বাসিন্দা সিরাজ উদ্দিন খান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, রূপালী ইন্স্যুরেন্সের বেনামি ১৮ লাখ ৩১ হাজার ৮৬৪টি শেয়ার জাল জালিয়াতি করে বেচাকেনা করেছেন কোম্পানিটির চেয়ারম্যান এবং অপর একজন পরিচালকসহ ৪ ব্যক্তি। এসব শেয়ারের বাজারমূল্য ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯০৭ টাকা। এই টাকা তারা আত্মসাতের চেষ্টা করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ পেয়েছে কমিশন। এই অভিযোগে কোম্পানিটির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ ৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৯ এর (৩ ) অপরাধের ধারায় মামলা (এজাহার দায়ের) করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন।
কমিশনের তথ্য অনুসারে, রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক শাওন আহমেদের মা তাহেরা আক্তারকে (৬০) মামলায় এক নম্বর আসামি করা হয়েছে। তার স্বামীর নাম আহম্মেদ আলী। মামলার দুই নম্বর আসামি করা হয়েছে তার ছেলে ও রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক শাওন আহমেদকে। মামলা তিন নম্বর আসামি হলেন হাজারীবাগ থানার ঝিগাতলার ৪ নবীপুর লেন এর মৃত হাজী নাজিম উদ্দীন খানের ছেলে সিরাজ উদ্দীন খান (৫১) এবং চার নম্বর আসামি করা হয়েছে রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে।
Posted ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman