
| সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 34 বার পঠিত
বিশেষ প্রতিনিধি :
ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বেঠক অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের মধ্যকার সর্ম্পক উন্নয়নই এই বৈঠকের মূল লক্ষ্য। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্ত বৈঠক করেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ৯ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার মহাপরিচালক ইশরাত জাহান স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তাদের দুজনের প্রতিনিধিত্বে দুই ঘণ্টা ব্যাপী বৈঠক চলে। বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বাংলাদেশি সঙ্গী মো. জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন এবং ঢাকায় বেশ কয়েকটি আলোচনায় অংশ নেবেন।
এছাড়া সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি একটি মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এরপর, তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতে তিনি দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
Posted ৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman