বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র কার্যক্রম পরিচালিত হবে : বাণিজ্য উপদেষ্টা

  |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত

স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র কার্যক্রম পরিচালিত হবে : বাণিজ্য উপদেষ্টা

অর্থবিজ প্রতিবেদক :
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, কাগুজে ব্যবস্থার পরিবর্তে এখন থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কার্যক্রম পরিচালনা করা হবে।
ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি দীপিকার মোড়ে আজ বুধবার (৮ জানুয়ারি) নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমে অতীতে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে। সেটা দূর করতে ডিজিটালাইজড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এ কার্যক্রমের আওতায় ৬৩ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক পণ্য বিতরণ কার্যক্রমের পাশাপাশি ক্রয়কে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা।
টিসিবি’র কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, টিসিবি মোট ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে। এতে সরকারি ভর্তুকি সাড়ে চার হাজার কোটি টাকা। সরকার টিসিবি’র ক্রয় কার্যক্রমে অধিক সংখ্যক ব্যবসায়ীকে সংযুক্ত করতে আগ্রহী। ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করতে গিয়ে এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারলে, আরও বেশি সংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়া যাবে।
বাণিজ্য উদারীকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।
আলুর বাজার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, এ বছরের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুদ করা হবে। হিমাগারে আলু সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি করা আলু ও দেশে উৎপাদিত আলু সেখানে সংরক্ষণ করা হবে। তিনি আশা করে বলেন, আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।
উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক ভোজ্যতেল দুই লিটার ২০০ টাকা, মসুর ডাল দুই কেজি ১২০ টাকা ও এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191