
| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 20 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
এ-সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, কয়েক দিন ধরে সমাজমাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করছেন ভারতে অবস্থানরত পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যেসব বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন তা বন্ধের নির্দেশনা চেয়ে এ আবেদন করা হয়েছে।
Posted ২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman