
| শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 75 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি টাকা জরিমানা করেছে ।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ০৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৩৪ তম কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সজীব মাদবর কে ১ কোটি ৬০ লাখ, মোহাম্মদ বাশের কে ১ কোটি ১৫ লাখ, মো. আবুল খায়ের কে ১৯ কোটি ১৫ লাখ, কনিকা আফরোজ কে ২ কোটি ৯০ লাখ, কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৯০ লাখ, কাজী ফুয়াদ হাসানকে ১ কোটি, ডিয়াইটি কো-অপারেটিভ লিমিটেডকে ৮৪ লাখ এবং আবুল কালাম মাদবর কে ২২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
২০২১ সালের ০৯ সেপ্টেম্বর হতে ২৬ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেনে কারসাজি করায় অভিযুক্তদের এ অর্থদন্ড দিয়েছে বিএসইসি।
Posted ৬:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman