শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩

  |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   30 বার পঠিত

ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩

অর্থবিজ ডেস্ক :
সেরা কর্পোরেট ব্যাংকিং সার্ভিস দেয়ার স্বীকৃতি স্বরূপ চীনের টেলিকমিউনিকেশন কোম্পানী জংজিং টেলিকমিউনিকেশন ইক্যুপমেন্ট (জেডটিই) কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড ব্র্যাক ব্যাংককে ‘বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা দিয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি জেডটিই-এর এই স্বীকৃতি র্ব্যাক ব্যাংক-এর উদ্ভাবনী এবং কাস্টমাইজড ব্যাংকিং সেবা প্রদানের সাফল্য প্রতিফলিত করে। এই সার্ভিস কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের বিভিন্ন আর্থিক কার্যক্রমগুলো সহজ ও কার্যকর করতে সাহায্য করে। গত ২৪ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে র্ব্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাও জুনইয়ং-এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
র্ব্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের নির্ভরযোগ্য ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে কাজ করে আসছে। র্ব্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর মাধ্যমে জেডটিই-এর আমদানি কার্যক্রম সহজ হয়েছে, নগদ অর্থ ব্যবস্থাপনা হয়েছে আরও দক্ষ এবং তাদের কাজের গতি বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিং হেড (দক্ষিণ এশিয়া, ভারত এবং জাপান রিজিয়ন) জিয়া ঝেন, ফাইন্যান্স ডিরেক্টর লিউ মিন, ডেপুটি সিএফও গোলাম জিলানী এসিএস, ফাইন্যান্সিং ম্যানেজার লি ওয়েইয়ং এবং ফাইন্যান্সিং অ্যান্ড কালেকশন ম্যানেজার ইয়াং চেংলং। অন্যদিকে র্ব্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191