
| রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 29 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সভায় দেড় হাজার কোটি টাকার মোট ১৫টি প্রকল্প উত্থাপন করা হবে। এর মধ্যে ৮টি প্রকল্প অনুমোদনের জন্য এবং ৬টি অবহিতকরণের জন্য উপস্থাপিত হবে। পাশাপাশি, একটি অনুমোদিত প্রকল্প বাতিলের প্রস্তাবও দেওয়া হবে। অগ্রাধিকারহীন এবং অলাভজনক প্রকল্প বাতিলের ধারাবাহিকতায় বেশ কিছু প্রকল্প নিয়ে সরকারের নতুন পরিকল্পনার বিষয়টিও আলোচনায় আসবে।
পরিকল্পনা কমিশনের একনেক উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিলমারী এলাকায় নদীবন্দর নির্মাণ, আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং অর্থনৈতিকভাবে জীবনচক্র শেষ হওয়া রাবার গাছ কর্তন ও পুনঃবাগান সৃষ্টি। এ ছাড়া ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের জন্য প্রসেস প্ল্যান্ট স্থাপন, রশিদপুর-১১ নং কূপ খনন, ২ডি সিসমিক সার্ভে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্পও তালিকায় রয়েছে।
পূর্বে অনুমোদিত ৬টি প্রকল্প অবহিত করার জন্য উপস্থাপন করা হবে। এগুলোর মধ্যে রয়েছে মাদানী অ্যাভিনিউ থেকে বালু নদী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং বালু নদী থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, নির্বাচিত ফসলের অপচয় নিরূপণ জরিপ, বাংলাদেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদ এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪)।
এবারের একনেক সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার’ প্রকল্পটি বাতিলের অনুমোদন দেওয়া হতে পারে। পরিবেশ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটি ২০২৩ সালে একনেকে অনুমোদন পেয়েছিল। তবে বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় না থাকায় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অলাভজনক ও অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ৪০টির বেশি প্রকল্প বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বাতিলের তালিকায় থাকা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সুনামগঞ্জ থেকে নেত্রকোণার সংযোগ স্থাপনে হাওরে উড়ালসড়ক নির্মাণ। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্যোগে নেওয়া এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৪৯০ কোটি টাকা। এ ছাড়া ফরিদপুরে টেপাখোলা পার্ক নির্মাণ প্রকল্পও বাতিল হচ্ছে।
সরকারের স্থগিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, যশোরে শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং ছাদখোলা ট্যুরিস্ট বাস প্রকল্প। মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রকল্পগুলোর সময়সীমা না বাড়ানোর পাশাপাশি কিছু চলমান প্রকল্পও স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ঢাকার হেমায়েতপুর থেকে আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেলের সাউদার্ন রুট প্রকল্প (এমআরটি লাইন-৫) আপাতত বাদ দেওয়া হয়েছে। এর বদলে গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল লাইন-২ প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া অলাভজনক ও অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অর্থায়ন স্থগিত অথবা বাজেট কাটছাঁট করা হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ, বজ্রনিরোধক দণ্ড স্থাপন, আধুনিক তথ্য কমপ্লেক্স, ডিজিটাল সংযোগ প্রকল্প এবং পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ।
কৃষি গবেষণা ইনস্টিটিউট, হাইটেক পার্ক, মোবাইল গেম অ্যাপ্লিকেশন উন্নয়ন এবং শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির মতো প্রকল্পগুলোর অর্থায়ন বন্ধ করা হচ্ছে। এ ছাড়া সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং কিছু সাবেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় নেওয়া প্রকল্পগুলোর কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
সরকার বলছে, বাজেট সাশ্রয় এবং কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে এসব প্রকল্প বাতিলের প্রক্রিয়া চলমান থাকবে। পাশাপাশি অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman