
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 497 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফের কারাগারে পাঠানো হয়েছে। মেয়ে বিয়ের কারন দেখিয়ে তিনি কয়েক মাস আগে জামিনে মুক্তি পান। আজ তার আদালতে হাজিরার তারিখ নির্ধারিত ছিল। তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানো নির্দেশ দেন।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় কোম্পানির আইন কর্মকর্তা জসিম উদ্দিনের দায়ের করা মামলায় কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে আটক করে কারাগারে পাঠানো হয়। এ মামলায় কোম্পানির অপর পরিচালক এম এ খালেক এখনো কারাগারে আটক রয়েছেন। এই মামলায় কোম্পানির ১৪ জন কর্মকর্তাকে আসামী করা হলেও তাদের দুই জন কারাগারে আটক রয়েছেন।
মামলার বাদী কোম্পানির আইন কর্মকর্তা জসিম উদ্দিন আর্জিতে বলেন, তিনি জানতে পেরেছেন এই ১৪ আসামি বিভিন্ন সময়ে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে ৮১৬ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। অভিযুক্তরা ১ জুলাই ২০১১ থেকে ১ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে গত ১০ বছরে উল্লিখিত অর্থ আত্মসাৎ করেছেন।
জানা গেছে, প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অপর একটি মামলায় ২০২৩ সালের ৩১ মার্চ গুলশানের একটি হোটেল থেকে গ্রেফতার হয়ে জেলহাজতে যান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এ বছরের ৩০ মার্চ শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয় (মামলা নং ৫৭)। কোম্পানির একাউন্ট থেকে চেকের মাধমে টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামসহ ১৯ জনকে আসামি করা হয়। এর আগে ২০২২ সালের ৮ মার্চ ফারইস্ট ইসলামী লাইফের ৯ পরিচালক-কর্মকর্তার বিরুদ্ধে দুদক’র দায়ের করা পৃথক দু’টি মামলায় গ্রেফতার হন নজরুল ইসলাম ও এম এ খালেক।
Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman