
| রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 60 বার পঠিত
বিশেষ প্রতিনিধি :
জাতীয় প্রেসক্লাবে আজ অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, আঞ্চলিক স্বার্থেই সার্ক কার্যকর করা প্রয়োজন। সার্ক কার্যকর না থাকায় অঞ্চলে অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা হুমকি সৃষ্টি হচ্ছে। সার্ক এখনো শেষ হয়ে যায়নি। তবে এর কার্যকারিতা তেমন একটা নেই। সার্ককে সচল করা খুবই জরুরি এবং এ বিষয়ে উদ্যোগ নেয়ার এখনি সময়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হাসান বলেছেন, সার্কের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সার্ককে কার্যকর করতে সদস্য দেশসমূকে এগিয়ে আসতে হবে। সার্ক কার্যকর না থাকাতে প্রতিবেশি দেশসমূহের মধ্যকার বন্ধুত্বপূর্ণ্য সুসর্ম্পকে চির ধরছে।
সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার ”দ্যা সার্ক -পিপল অব সাউথ এশিয়া ক্রাব ফর” শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইএ’র সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির। সেমিনারে সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউনেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শিহাবুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রফিকুল ইসলাম আজাদ।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান সার্ক অকার্যকর হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার ভুল বোঝাবুজির কারনে সার্ক অকার্যকর হয়ে পড়েছে। ভারত মনে করে, সার্ক কার্যকর হলে পাকিস্তান ক্ষমতাধর হবে, আবার পাকিস্তান মনে করে এতে ভারত ক্ষমতাধর হবে। এ দুটি রাষ্ট্রের মধ্যকার এ ধরনের ভুল বোঝাবুজির কারনে এই আঞ্চলিক জোটটি স্থবির হয়ে আছে। আঞ্চলিক স্বার্থেই সার্ক কার্যকর হওয়া প্রয়োজন। সার্ক কার্যকর না থাকাতে অঞ্চলের দেশগুলো অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন বিষয় অমিমাংসিত থেকে যাচ্ছে। সার্ক শীর্ষ সম্মেলন হলে এতে যোগদানকারি সরকার প্রধানগন শীর্ষ সম্মেলনের পাশাপাশি অন্য দেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নিজেদের মধ্যকার অনেক ছোট খাটো বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়ে থাকেন। সার্ক শীর্ষ সম্মেলন না হওয়ায় সরকার প্রধানগন এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সার্ক কার্যকর করতে মিডিয়া একটি বড় ভূমিকা রাখতে পারে। সার্ক সদস্য দেশগুলোর সাংবাদিকরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জনগনের প্রত্যাশা তুলে ধরে সরকারগুলোকে উৎসাহিত করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুল আওয়াল মিন্টু বলেন, সার্ক কার্যকর না থাকায় আমরা ব্যবসা বাণিজ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে সার্ককে পুনরুজ্জিবিত করতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। তিনি সময়োপযোগি একটি সেমিনার করার জন্য সার্ক জার্নালিস্ট ফোরামকে ধন্যবাদ জানান।
অপর বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, সার্ক কার্যকর না থাকায় আমাদের আঞ্চলিক নিরাপত্তায় হুমকি সৃষ্টি হচ্ছে। অঞ্চলের দেশেসমূহের নিরাপত্তার স্বার্থে সার্ক কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়ারও আহবান জানান।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন এবং পকিস্তান হাই কমিশনের দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Posted ৬:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman