
| রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 70 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
দৈনিক আজকালের সাংবাদিক নাসির আল মামুনকে সভাপতি এবং দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক শিয়াবুর রহমানকে সাধারন সম্পাদক করে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আসিফ হাসান নবী (আজকের প্রভাত) এবং শরিফুল ইসলাম (জনকন্ঠ), যুগ্ম সাধারন সম্পাদক শাহেদ মতিউর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ রেজা মাহমুদ (নিউ নেশন) এবং নির্বাহী সদস্যরা হলেন, রফিকুল ইসলাম আজাদ (ডেইলী ইন্ডাস্ট্রী), এম এ নোমান (এনটিভি) রাশেদ আহমেদ (নিউ এইজ) ও মো. মোস্তফা খান (ইত্তেফাক)।
সভায় সার্কের ভবিষ্যতের উপর একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয় এবং এ অঞ্চলের সাংবাদিকদের মধ্যে নিবিড় যোগাযেগ স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়। খবর বিজ্ঞপ্তি।
Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman