
| বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের ধমকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম রেজা ফরহাদ হোসেন তার বক্তব্যের জন্য নি:শর্ত ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের কাছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ৮ ডিসেম্বর দেয়া এক পত্রে অতিসম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থণা করার পাশাপশি তার বক্তব্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।
সেলিম রেজা ফরহাদ হোসেন পত্রে উল্লেখ করেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর চেয়ারম্যান হিসাবে আমার বক্তব্য অনেকের কাছে অনভিপ্রেত এবং অসঙ্গত মনে হয়েছে। এ কারনে কেন্দ্রীয় ব্যাংকের সহকর্মীগনও আমার উপর ক্ষুব্ধ হয়েছেন। তাদের সেই ক্ষোভের কথা তারা সংবাদ মাধ্যমকে জানিয়ে এ বক্তব্যের জন্য আমার নি:শর্ত ক্ষমা প্রার্থণা দাবি করেন। তাদের দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং আমার বক্তব্যের যে অংশটুকু তাদের বেশি ক্ষুব্ধ করেছে, সেটি প্রত্যাহার করে নিচ্ছি।
বিআইবিএম-টাস্কফোর্সের সভায় দেয়া বক্তব্যে এবিবি চেয়ারম্যান সেলিম রেজা ফরহাদ হোসেন ব্যাংক সেক্টরে আজকের নাজুক অবস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দায়ি করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংক সেক্টরে আজকের এই নাজুক অবস্থার জন্য বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের আগস্ট পূর্ববর্তী সময়ের শীর্ষ কর্মকর্তারাও দায়ি। কেন্দ্রীয় ব্যাংকের সে সময়ের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকে চাকরি,পদোন্নতি, বদলি এবং লোন প্রদানে সুপারিশ করেছেন। বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর তারা সব সময়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বাধীন ভাবে কাজ করতে পারে না। তারা কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকেও আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সেলিম রেজার এ বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ক্ষেভে ফেটে পড়েন। তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে কথা বলে সেলিম রেজা ফরহাদ হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা ব্যাংকের এ শীর্ষ কর্মকর্তাকে ব্যাংক সেক্টরে দেখে নেয়ার হুমকি দেন। কেন্দ্রীয় ব্যাংকে তার প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেন। তিনি কি ভাবে ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন, সেটিও দেখে নেয়ার কথা বলেন। সেলিম রেজা আর কোন উপায় অন্তর না দেখে তার বক্তব্যের জন্য অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভণরের কাছে লিখিত ভাবে দুঃখ প্রকাশ করেন। তার অবস্থান ভাল ভাবে নেন নাই সংগঠনের সদস্যরা। তার এ ধরনের বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন তারা।
Posted ৮:০৬ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman