
| মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয়। সভায় কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুন:নির্বাচিত হন এবং ২০২৪ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার।
কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে কোম্পানির উত্তরোত্তর সফলতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। খবর বিজ্ঞপ্তি।
Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman